আন্তর্জাতিক ডেস্ক : তালেবান জানিয়েছে, আফগানিস্তানে কোনো অন্তর্বর্তী সরকার গঠন হবে না। তারা একবারেই সম্পূর্ণ ক্ষমতার হস্তান্তর চায়। দুই তালেবান নেতার বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে আফগান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকাওয়াল জানিয়েছিলেন, অন্তর্বর্তী প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।
রোববার সকালে রাজধানী কাবুলে প্রবেশ শুরু করে তালেবান যোদ্ধারা। পরে অবশ্য শীর্ষনেতাদের নির্দেশে তারা রাজধানীতে প্রবেশে বিরত থাকে। ওই সময় তালেবানের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবেই তারা ক্ষমতার পালাবদল চায়। সন্ধ্যা নাগাদ প্রেসিডেন্ট আশরাফ গনি কারো কাছে ক্ষমতা হস্তান্তর না করেই দেশ ছেড়ে চলে যান।