আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় তুর্কিসমর্থিত বিদ্রোহীদের হামলায় রুশসমর্থিত সরকারি বাহিনীর ৫১ সদস্য নিহত হয়েছে। এ ছাড়া সিরিয়ার দুটি ট্যাংক ও গোলাবারুদের ভাণ্ডারও ধ্বংস করে দেয়া হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, ইদলিব অতিক্রম করে যাওয়া আলেপ্পো থেকে দামেস্কোর একটি মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সরকারি বাহিনী।
তবে এ বিষয়ে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিছু বলা হয়নি।
বিদ্রোহীদের সূত্র জানিয়েছে, উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকায় যুদ্ধ অব্যাহত রয়েছে। একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। তারা নাইরাব শহরের দিকে অগ্রসর হয়েছে। সিরীয় সরকারি বাহিনী ওই এলাকা ছেড়ে চলে গেছে।