রাজনীতি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয় দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটির। তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকা বিএনপি এমন একটি সময়ে ৪৩ বছরে পা রাখছে, যখন দলটি পাড়ি দিচ্ছে প্রতিকূলতার কঠিন পথ। এক যুগেরও বেশি সময় আগে এক-এগারোর মধ্য দিয়ে যে বৈরী রাজনৈতিক পরিস্থিতির জালে দলটি নিপতিত হয়, সেই বন্ধুর পথ এখনো মসৃণ হয়নি। তবে ‘দমন-পীড়নের চাপ ও রাজনৈতিক নানা কূটকৌশল’ সত্ত্বেও অটুট রয়েছে দলটির ঐক্য। এই ঐক্যের ভিতে দাঁড়িয়েই দলটি স্বপ্ন দেখছে রাজনৈতিক পটপরিবর্তনের। সেই পরিবর্তনের প্রত্যাশা সামনে রেখেই আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা সাজাচ্ছে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর ক্ষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের ঐক্যে বিশ্বাস করে। জনগণের জন্যই বিএনপির রাজনীতি। চলমান ফ্যাসিবাদী দুঃশাসনের পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য বিএনপি আন্দোলন অব্যাহত রেখেছে।
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব।
চার দশক আগে রাজনৈতিক পথচলা শুরু হয় বিএনপির। দীর্ঘ এই পথপরিক্রমায় দলটি যেমন তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছে, তেমনি বহুবার সীমাহীন প্রতিকূল পরিস্থিতিও মোকাবেলা করেছে। ২০০৭ সালে সেনাসমর্থিত এক-এগারো সরকারের সময়ে দলটির ওপর যে মামলা, হামলা, জেল, জুলুম শুরু হয়েছিল তার ধারাবাহিকতা এখনো চলছে।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা এখন এক লাখেরও বেশি। দলটির তথ্য অনুযায়ী, এক লাখের উপরে রাজনৈতিক মামলা রয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধে, সেখানে আসামি করা হয়েছে ৩৫ লাখের উপরে মানুষকে। ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে বর্তমান পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদের অধিকাংশই বিরোধী দলের নেতাকর্মী। এর বাইরে গুম হয়েছেন পাঁচ শতাধিক।
২০১৮ সালে একাদশ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর বিএনপি আন্দোলনমুখী না হয়ে আবার দল পুনর্গঠনের কাজে নেমেছে। জানা গেছে, ২০২৩ সালের নির্বাচনকে টার্গেট করে বিএনপি দ্রুত দল গোছানোর কাজে নেমেছে। ইতোমধ্যে ঢাকা মহানগরে আহবায়ক কমিটি দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলোতেও দ্রুত নতুন কমিটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দল গুছিয়ে দ্বাদশ নির্বাচনের আগে ‘নিরপেক্ষ নির্বাচন’ অনুষ্ঠানে দলটির যেসব দাবি রয়েছে, তা আদায়ে ফের সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নিয়েও তৎপর হবে দলটি।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে সরিয়ে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠার কাজ করছে। সব বাধা-বিপত্তি অতিক্রম করেই বিএনপি টিকে আছে। আমরা মনে করি দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের বিকল্প নেই।
একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব নিয়েও তারা কাজ করেছেন বলে জানান ড. মোশাররফ।
প্রতিষ্ঠার পটভূমি ও পথপরিক্রমা : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার আগে রাষ্ট্রপতি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেছিলেন। জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে এলে তিনি বিএনপি গঠন করেন। রাষ্ট্রপতি জিয়া এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন প্রথম মহাসচিব।
অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার স্বপ্ন জাগিয়ে তোলাই ছিল জিয়াউর রহমানের মূলমন্ত্র। এর ফলে দলটি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই অভূতপূর্ব সাফল্য এসে ধরা দেয়। জিয়াউর রহমান স্বল্প সময়ের অক্লান্ত কর্মের মধ্য দিয়ে যেন ছড়িয়ে পড়েন পুরো বাংলাদেশে। জাতীয়তাবাদী রাজনীতির সাথে ইসলামী মূল্যবোধের মিশ্রণ তার দলকে আরো জনপ্রিয় করে তোলে। তার ঘোষিত ১৯ দফাকে দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে এক ‘রাজনৈতিক দর্শন’ হিসেবেই আখ্যায়িত করা হয়। ১৯৮১ সালের ৩০ মে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান শাহাদতবরণের কিছু পর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে উত্থান ঘটে বেগম খালেদা জিয়ার।
১৯৯০ সালে গণতন্ত্রায়নের পর ২০০৬ সাল পর্যন্ত দেশে চারটি জাতীয় সংসদ নির্বাচনের তিনটিতেই বিএনপি জয়লাভ করে। তবে এক-এগারো সরকারের দুই বছর পর ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে দলটি পরাজিত হয়। নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনের দাবি আদায় না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নেয়নি তারা। চরম বৈরী পরিবেশ সত্ত্বেও ২০১৮ সালে একাদশ নির্বাচনে অংশ নেয় দলটি। কিন্তু মাত্র সাতটি আসন পায়। নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে দলটি ফলাফল প্রত্যাখ্যান করে। ওই নির্বাচনের এক বছর আগে কারাবন্দী হন বেগম খালেদা জিয়া। তখন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তারেক রহমান।
বিএনপির নেতারা বলছেন, রাজনীতিতে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়। এ পথে হেরে যাওয়ার কোনো সুযোগ নেই। কৌশল পরিবর্তন করেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয়। বিএনপিও ধৈর্য ধরে সেই কৌশলে ধীরে ধীরে পথ চলছে। পরিবর্তন আসবেই, এমন প্রত্যাশা তাদের।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও বিএনপির ভাবনায় আছে। করোনার কারণে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে গত বছরের ২৫ মার্চ থেকে গুলশানের বাসা ফিরোজায় তিনি থাকলেও দলটির নেতারা বলছেন, কার্যত তাকে গৃহান্তরীণ করে রাখা হয়েছে। রাজনৈতিক কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশেও যেতে দেয়া হচ্ছে না।
এ বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কোভিড জটিলতা থেকে মুক্ত হলেও বেগম জিয়া পুরনো রোগগুলোতে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন।
বাণী : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাণীতে মহাসচিব দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের দলকে আরো গতিশীল করার ক্ষেত্রে মনেপ্রাণে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেশ আজ দুঃশাসনকবলিত এই সময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। করোনা মহামারীর আক্রমণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আতঙ্ক ও ভয়ের মধ্যে দিনাতিপাত করছে দেশের মানুষ। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
কর্মসূচি : আজ সকাল ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ, হেল্প ক্যাম্প ও করোনা রোগীকে সহায়তা প্রদান ও আলোচনা সভা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করেছে বিএনপি। দলের প্রতিটি জেলা ও থানা ইউনিটকেও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদার সাথে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।