ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে, সে অনুযায়ী বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কছে একটি আবেদন নিয়ে আসছিলেন। আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয় যে অভিমত দিয়েছে, সে অনুযায়ী প্রক্রিয়া চলছে। আমি বিদেশ ছিলাম। অফিসে মাত্রই আসলাম। প্রক্রিয়া এখন কোন পর্যায়ে না জেনে তা বলতে পারব না।’
আগমী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিতের সময় শেষ হবে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে দুই সপ্তাহের জন্য আগামীকাল বিদেশে যাবেন, এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপেক্ষা করুন। এটা প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়াকে। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাকে কারাদণ্ডাদেশে দেন আদালত।