আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান ও চংকিংয়ের বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
টুইটারে ‘@inteldotwav’ হ্যান্ডেল থেকে সম্প্রতি একাধিক টুইট করে দাবি করা হয়েছে, windy.com নামে একটি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
অবশ্য চীনের উহান ও চংকিংয়ে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি আক্রান্ত।
বাতাসে সালফার ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির জন্য এক্ষেত্রে তিনটি সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
পাওয়ার প্ল্যান্ট থেকে গ্যাস নির্গমন অথবা স্থানীয় প্রশাসনের পশুবর্জ্য ও আবর্জনা পোড়ানো। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় বলা হয়েছে তা হল, এই দুই শহরে করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের নির্বিচারে পোড়ানো।
উল্লেখ্য, মানবদেহ পোড়ালে সালফার ডাই অক্সাইড নির্গত হয়।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল জনপ্রিয়তা লাভ করেছে টুইটগুলো। এ নিয়ে বিশ্ব জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।
তথ্যসূত্রঃ এই সময়