1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১৮৯ ডেঙ্গুরোগী

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ১৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫ জন রোগী ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন ডেঙ্গুরোগীর সংখ্যা এক হাজার ৪৮ জনে দাঁড়ালো।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ কথ্য জানা গেছে।

এতে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি এক হাজার ৪৮ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ৮২৭ জন ও রাজধানীর বাইরে বিভিন্ন অঞ্চলের হাসপাতালে ভর্তি রয়েছেন ২২১ জন।

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়।

বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা ১৬ হাজার ৮৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৮৯ জন নতুন রোগীর মধ্য রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪২ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হন ২৫ জন।

এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বমোট হাসপাতালে ভর্তি ১৬ হাজার ৮৯৪ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন এবং সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ভর্তি হয়েছেন ছয় হাজার ৫৩৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com