1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

সাকিবের উইনিং শটে কলকাতার জয়, কোহলিদের বিদায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন সাকিব। তিনি ৬ বলে ১ চারে ৯ রান নিয়ে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৭ বলে ৫ রান নিয়ে অপরাজিত থাকেন ইয়ান মরগান। এই জয়ে আইপিএলের ফাইনাল খেলার আশা জিইয়ে রাখলো কলকাতা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার রাতে কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে কোহলিরা। এরপর ভালো সূচনার পরও শেষ দিকে কিছুটা খেই হারায় কলকাতা।

শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকে যান সাকিব। ড্যান ক্রিস্টিয়ানের করা প্রথম বলেই স্কুপ শট খেলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকান সাকিব। তাতে ৫ বলে প্রয়োজন হয় ৩ রান। পরের বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন সাকিব। তৃতীয় বলে ১ রান নেন মরগান। চতুর্থ বলে সাকিব ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

তার আগে উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন শুভমান গিল ও ভেঙ্কটেশ আয়ার। ১৮ বলে ৪ চারে ২৬ রান করে ফেরেন গিল। ৫৩ রানের মাথায় আউট হন রাহুল ত্রিপাঠী (৬)। ৭৯ রানে ফেরেন ভেঙ্কটেশ আয়ার। তিনি ৩০ বলে ২৬ রান করে যান।

এরপর মাঠে নামেন সুনীল নারিন। এসেই ঝর তোলেন তিনি। ড্যান ক্রিস্টিয়ানের দ্বাদশ ওভারে ৬ ছক্কায় ২২ রান তুলে ব্যবধান কমিয়ে ফেলেন। কিন্তু এরপর তিনটি উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান রেটের সঙ্গে কলকাতার ব্যবধান বাড়তে থাকে। নিতিশ রানা ২৫ বলে ২৩ ও নারিন ১৫ বলে ২৬ রান করে আউট হন। দিনেশ কার্তিক আউট হন ১০ রান করে।

শেষ ওভারে মরগান ও সাকিব ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে কঠিন পিচে বেঙ্গালুরুর ১৩৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন বিরাট কোহলি। ৩৩ বলে ৫ চারে এই রান করেন আরসিবি ক্যাপ্টেন। ২১ রান করেন দেবদূত পাড্ডিকাল। উদ্বোধনী জুটিতে তারা দুজন ৪৯ রান তোলেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তার মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ১৫, শাহবাজ আহমেদ ১৩ ও এবি ডি ভিলিয়ার্স ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে কলকাতার সুনীল নারিন ৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি রান নেন। লোকি ফার্গুসন ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি। সাকিব আল হাসান ৪ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ১৫ বলে ৩ ছক্কায় ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন নারিন।

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জিতেছিল। এ ছাড়া আর কখনও আইপিএল ফাইনাল খেলেনি কেকেআর। ২০১৮ সালের পর এই প্রথম প্লে অফ খেলছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com