1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

শিক্ষার্থী দেখলে থামছে না বাস

  • আপডেট টাইম :: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের প্রথম দিন ছিল বুধবার (১ ডিসেম্বর)। এ সময় আইডি কার্ড না দেখিয়ে হাফ ভাড়া দিতে চাওয়ায় অনেক শিক্ষার্থীর সঙ্গে বাস কন্ডাক্টরদের কথা কাটাকাটি হয়। বিশেষ করে অনেক নারী শিক্ষার্থী কার্ড দেখানোর পরও হাফ ভাড়া নিতে চাননি অনেক বাসের কন্ডাক্টর। এছাড়া অনেক স্ট্যান্ডে শিক্ষার্থীদের দেখে গাড়ি না থামিয়ে চলে যেতে দেখা গেছে বাস চালকদের।

বুধবার রাজধানীর শনির আখড়া, গুলিস্থান, আজিমুপর, ঢাকা মেডিক্যাল রুটে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

তিনি বলেন, ‘কন্ডাক্টর আমাকে জানান হাফ ভাড়ার বিষয়ে বাসের মালিক তাদের কোনো নির্দেশনা দেয়নি। তাই তার পক্ষে হাফ ভাড়া নেওয়া সম্ভব নয়।’

ঢাকা কলেজের শিক্ষার্থী রায়হান তারেক বলেন, ‘আগে কলেজ যাওয়ার জন্য বাস ভাড়া ছিল ২৫ টাকা। তেলের দাম বাড়ায় ভাড়া ৩৫ টাকা হয়েছে। তখন হাফ ভাড়া নেওয়ায় আমি ভাড়া দিতাম ২০ টাকা। আজ অনেক বাসে হাফ ভাড়া নিয়েছে, অনেক বাসে হাফ ভাড়া নেয়নি। করোনার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর আইডি কার্ড নেই। আবার অনেক শিক্ষার্থীর কার্ডের মেয়াদ শেষ হয়েছে। এখন তারা কার্ড নবায়ন করতে দেওয়ায় বাসে আর হাফ ভাড়া নিচ্ছে না।’

বিআরটিসির বাসগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে দেখা গেছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত্ব এ প্রতিষ্ঠানটির বাসের সংখ্যা ঢাকার যাত্রীর তুলনায় অনেক কম।

এদিকে ছাত্র বুঝতে পেরে অনেক স্ট্যান্ডেই বাস থামাননি চালকরা। উল্টো হেল্পার হাঁক ছেড়ে বলেন, ‘ওস্তাদ সামনে স্টুডেন্ট জোরে চালান।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রাসেল বলেন, ‘সকাল ৯ টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডে ২০/২৫ জন ছাত্র দাঁড়িয়ে ছিলেন। ছাত্র বুঝতে পেরে ঠিকানা, নীলাচলসহ ৭/৮ টি বাস না থেমে সেখান থেকে চলে যায়।’

মঙ্গলবার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় নেতা খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বুধবার থেকে ঢাকায় চলাচল করা বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হবে। আইডি কার্ড থাকার পরেও কোনো বাসে হাফ ভাড়া না নিলে অভিযোগ পেলে মালিক সমিতি দ্রুত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘সারাদেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হয়েছে। বিআরটিসির সব বাসের চালক ও কন্ডাক্টরসহ সবাইকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছি। সরকারি বাসে যাতে এ নিয়ে কোনো বাকবিতণ্ডা না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। বিআরটিসির কোনো বাস নির্দেশনা না মানলে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘ঢাকা মহানগরীতে বেসরকারি মালিকানাধীন বাসে হাফ ভাড়া কার্যকর হয়েছে। বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের হাফ ভাড়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!