ঢাকা : যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদক মামলায় চার্জগঠন করেছেন আদালত। এ চার্জগঠনের মধ্য দিয়ে খালেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।
একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ এপ্রিল তারিখ ধার্য করেন আদালত।
এদিন চার্জ গঠনের সময় খালেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। খালেদের কাছে জানতে চাওয়া হয়, তিনি দোষী না নির্দোষ। খালেদ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালত চার্জগঠনের আদেশ দেন।
১৭ নভেম্বর খালেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে র্যাব। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ খালেদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে মামলাটি বদলির আদেশ দেন ।
১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেপ্তার করে র্যাব। পরে গুলশান ও মতিঝিল থানায় খালেদের বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়। গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা এবং মতিঝিল থানায় মাদক আইনের আরেকটি মামলা করা হয়। দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে।