1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ড. আমিনুর রহমান সুলতান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার খৈরাটি গ্রামের (বর্তমান কাকনহাটি দক্ষিণ) কৃতি সন্তান বিশিষ্ট গবেষক, কবি প্রাবন্ধিক ড. আমিনুর রহমান সুলতান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ পাওয়ায় আনন্দিত ঈশ্বরগঞ্জ বাসি।

জানা যায়, আমিনুর রহমান সুলতান ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি (বর্তমান–কাকনহাটি দক্ষিণ) গ্রামের বিশিষ্ট নাট্যশিল্পী মরহুম আজিজুর রহমান সাহেবের বড় পুত্র।

ড. আমিনুর রহমান সুলতান একাধারে একজন বিশিষ্ট গবেষক, কবি প্রাবন্ধিক, নাট্যকার, বিটিভির উপস্থাপক, লিটল ম্যাগাজিন অমিত্রাক্ষর এর সম্পাদক, জাতীয় কবিতা পরিষদের যুগ্মসম্পাদক এবং বাংলা একাডেমির উপপরিচালক।

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২১’-এর সম্মানিত সকল সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে গত ২৩শে জানুয়ারি ২০২২ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১’ ঘোষণা করা হয়। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

ড. আমিনুর রহমান সুলতান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা হাফিজা জেসমিন এবং প্রেস ক্লাবের সভাপতি নীল কন্ঠ আইচ মজুমদার, সুজন এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ কালের কন্ঠ শুভ সংঘের সদস্য মোঃ হাসমত উল্লাহ সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!