বকশিগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকিশগঞ্জে পিকআপে করে অভিনব কায়দায় সাড়ে ২৫ কেজি গাঁজা পাচারকালে মাদক ব্যবসায়ী ও পিকআপ চালকসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১৪ জামালপুর।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল চারটার দিকে শহরের হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করে গাঁজা ও পিকআপ এবং মোটরসাকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলো- বকশিগঞ্জ শহরের চৌকিদারপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ইউনুছ আলী (৩২), পিকআপ চালক কুড়িগ্রাম সদর উপজেলার খালিসা কালোয়া গ্রামের আনোয়ারুল ইসলাম (২৬) ও লালমনিরহাট সদর উপজেলার রুদ্ররাম গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে জাহিদ (৩২)। এসময় গাঁজা পাচারে ব্যবহৃত পিকআপ ও স্কট হিসেবে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বকশিগঞ্জ শহরের হাসপাতাল রোডের পুরাতন বাস স্টেশন এলাকায় থাকা মাবিয়া সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান চালায় র্যাব। এসময় পিকআপ তল্লাসী করে পিকআপের বডির নিচের অংশের বাম পাশে বিশেষভাবে তৈরি ৪টি বক্সের ভিতর থেকে অভিনব কায়দায় প্যাকিং করা অবস্থায় ২৫ কেজি ৫২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সাথে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৬৬ হাজার ৫শত টাকা।