বাংলার কাগজ ডেস্ক : সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত আরো এক বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার করোনা আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজন সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছিলেন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে তার নাম প্রকাশ করা হয় নি।
৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পরে আরো চার বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়। তাদের কারো নামই প্রকাশ করে নি কর্তৃপক্ষ। তবে এরা সবাই শ্রমিক এবং তাদের কর্মস্থল সেলেটার অ্যারোস্পেস হাইটসে বলে জানানো হয়। আক্রান্তের তালিকায় তাদেরকে ৪২, ৪৭, ৫২, ৫৬ ও ৬৯ নম্বর হিসেবে দেখানো হয়েছে। সুস্থ হয়ে ছাড়া পাওয়া দুজনের ক্রমিক হচ্ছে ৫২ ও ৫৬।