আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির লক্ষ্যে গবেষণা শুরু করেছে ইরানের চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।
এছাড়া করোনাভাইরাস শনাক্তের কিট ব্যাপক সংখ্যায় তৈরির সিদ্ধান্তের কথাও জানিয়েছে ওই বিভাগ।
ভাইস প্রেসিডেন্টের দপ্তরের অধীন প্রযুক্তি উন্নয়ন বিষয়ক কেন্দ্রের প্রধান ইসমাইল কাদেরিফার বলেছেন, সরকারের পক্ষ থেকে টিকা তৈরির জন্য এ ক্ষেত্রে দক্ষ হিসেবে পরিচিত বিভিন্ন কোম্পানি এবং কয়েক জন ছাত্রকে কাজে লাগানো হচ্ছে।
তিনি বলেন, ইরানে প্রতিদিন ন্যানো প্রযুক্তিতে ২০ হাজার মাস্ক তৈরি হচ্ছে। করোনাভাইরাস প্রতিহত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সূত্র : পার্সটুডে