1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

খাদ্যপণ্যের দাম ২০ শতাংশ বাড়তে পারে আন্তর্জাতিক বাজারে

  • আপডেট টাইম :: শনিবার, ১২ মার্চ, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে এ দাম বাড়তে পারে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা।

প্রাথমিক পর্যালোচনায় খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা জানিয়েছে, সংঘাতের কারণে ইউক্রেন চাষাবাদ করতে পারবে কিনা তা স্পষ্ট নয়। যুদ্ধের কারণে রাশিয়ার খাদ্য রপ্তানি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সার্বিক বিচারে ইউক্রেনের সাধারণ শীতকালীন সিরিয়াল, ভুট্টা ও সূর্যমুখী বীজের ২০ থেকে ৩০ শতাংশ রোপণ করা হবে না বা অনাবাদি থাকবে।

বিশ্বের শীর্ষস্থানীয় গত রপ্তানিকারক দেশ হচ্ছে রাশিয়া। এই তালিকায় ইউক্রেন রয়েছে পঞ্চম স্থানে। ইউক্রেন ও রাশিয়া যৌথভাবে বিশ্বের ১৯ শতাংশ বার্লি, ১৪ শতাংশ গম এবং ৪ শতাংশ ভুট্টা সরবরাহ করে। এর বদৌলতে বিশ্বের এক তৃতীয়াংশের বেশি সিরিয়াল রপ্তানিকারক হচ্ছে রাশিয়া ও ইউক্রেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!