শেরপুর : ‘র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক ড. বেনজির আহমেদ বলেছেন- জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাস, দুর্নীতি এগুলোকে আমরা পরাজিত করি। আমরা বিজয়ী জাতি। এদের বিরুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হবো। এই সমস্ত দানবকে আমরা দেশ থেকে নির্মূল করবো, সমাজ থেকে নিশ্চিহ্ন করবো।’
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শেরপুর জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমাদের দেশের মানুষের সংস্কৃতির সাথে কিন্তু দুর্নীতির সংস্কৃতি না। এগুলো অন্য দেশ থেকে আমাদের দেশে আমদানি হয়েছে। এদেশের মানুষ শান্তি প্রিয়, রক্তপাত দেখতে চায় না, হানাহানি পছন্দ করে না। জঙ্গীবাদের স্থান নেই বাংলাদেশে। দুর্র্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করা সম্ভব হবে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী জীশান মীর্জা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।