1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

‘সিনেমার প্রচারণার এ কেমন নোংরা উপায়!’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : এক ঘটনা নিয়ে দুই দিন ধরে দেশের শোবিজ জগতে তুমুল হইচই। ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়ে চিত্রনায়ক ওমর সানী নাকি জায়েদ খানকে চড় মেরেছেন। তার জেরে জায়েদ খান পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়েছেন ওমর সানীকে। এমন বিতর্কের মধ্যেই ভাইরাল আরেক ঘটনা। একটি টক শোতে সহশিল্পীকে পিটিয়েছেন নবাগত নায়ক আদর আজাদ।

এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, একটি টক শোতে অংশ নিয়েছেন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘তালাশ’-এর নায়ক আদর আজাদ, নায়িকা শবনম বুবলী, পরিচালক সৈকত নাসির এবং একই ছবির অভিনেতা যোজন মাহমুদ। সকলের গায়ে ছিল ‘তালাশ’-এর লোগো সম্বলিত শার্ট।

আগামী ১৭ জুন দেশজুড়ে মুক্তি পাবে ‘তালাশ’। বর্তমানে গোটা টিম প্রচারণায় ব্যস্ত। ওই টক শো ছিল সেই প্রচারণারই অংশ। ভিডিওতে দেখা যায়, সহশিল্পী যোজন মাহমুদ নায়ক আদর আজাদের গেটআপ ও আচরণের সমালোচনা করছেন। বলছেন, ‘পাঁচ মিনিট আগেও আদর বের হয়ে গেছে। নিচে নেমেছে। সে তো দায়িত্বশীল না। ক্যারেক্টারের ভেতরেও নাই। দেখেন তার চেহারা।’

এ সময় পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত।’ ঠিক তখনই আদর আজাদ উঠে গিয়ে সহশিল্পী যোজন মাহমুদকে কয়েকটা চড় মারেন। এমনকি তাকে ক্যামেরার সামনে টেনে এনে লাথি মারতেও দেখা যায়। যদিও ওই টক শো কোনো টিভি চ্যানেলে হচ্ছিল না। নিজেদের ক্যামেরায় ধারণকৃত।

এ বিষয়ে জানতে পরিচালক সৈকত নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা কোনো টক শোতেই অংশ নিইনি। আমার সিনেমার ভেতরে এমন দৃশ্য আছে। গল্পটাও এমন। প্রেস শো করে আমরা সেটা ক্লিয়ার করব। আমরা ‘মেকিং অব তালাশ’ তৈরি করছিলাম। ভিডিওতে সেটারই দৃশ্য। এটা আমরা ১৫ তারিখ প্রকাশ করব।’

পরিচালকের কথায় পরিস্কার যে, ‘তালাশ’কে প্রচারণার আলোয় আনতে ওই প্রাঙ্ক ভিডিওটি তারা পরিকল্পনা করে বানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেনও একই মন্তব্য করেছেন। এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘সিনেমার প্রচারণার এ কেমন নোংরা উপায়!’

একজন ভিডিওটি দেখে বলেছেন, ‘আদর আজাদের সিনেমাটি দেখার খুব ইচ্ছা ছিল। এখন আর দেখব না।’ আরেকজনের মন্তব্য, ‘এভাবেই হয়তো সিনেমা হল থেকে আমরা নিজেরাই দর্শকদের দূরে ঠেলে দিচ্ছি, জোকার হচ্ছি!’ এক চলচ্চিত্র পরিচালক লিখেছেন, ‘দর্শকদের বোকাচন্দ্র ভাবা বাদ না দিলে ফিল্মের উন্নতি সম্ভব না।’

এদিকে, অনেকে আবার আদর আজাদদের ‘নকলবাজ’ তকমা দিয়েছেন। কারণ, এর আগে টলিউড নায়ক দেবের একটি সিনেমার প্রচারণায় এবং বলিউড সুপারস্টার সালমান খানের একটি সিনেমার প্রচারণায় প্রায় একই ভাবে মারামারির ঘটনা ঘটেছে, যা ছিল নির্মাতাদের সাজানো। ‘তালাশ’ টিম সে সব ঘটনা নকল করেছেন বলে নেটিজেনদের মন্তব্য।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেরাণীগঞ্জে লায়ন সিনেমাসে যায় নায়ক আদর আজাদের নেতৃত্বে ‘তালাশ’-এর একটি টিম। সে সময় সেখানে চলছিল শান্ত খান ও শ্রাবন্তী অভিনীত ‘বিক্ষোভ’ সিনেমার প্রিমিয়ার। সেখানে ‘তালাশ’ টিমকে সবাই শুভকামনা জানান। তবে সিনেমার প্রচারণায় তাদের প্রাঙ্ক ভিডিওটি ঠাঁয় পায়নি কারও মনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com