মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভোধন করেছেন পদ্মা সেতু। উদ্ভোধনের পর দিন থেকে চলাচলের জন্য খুলে দেয়কা হয়েছে সেতু। তবে চালু করে দেয়ার পর এই সেতুকে ঘিরে ঘটেছে বেশ কিছু দূর্ঘটনা। যার ফলে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা টিকটক করা কিংবা হেঁটে পার হওয়ার উপর সরকার থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করেই সেতুতে দাঁড়িয়ে মধ্যরাতে কেক কাটলেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজজন্মের নায়িকা শিরিন শিলা।
মঙ্গলবার মধ্যরাতে নায়িকা শিরিন শিলা তার কাছে কিছু মানুষদের নিয়ে সেতুতে ঘুরতে যান। যেখানে তিনি গাড়ির ছাদ খুলে লাইভও করেন। আর এর পরপরই তারা সেতুর পাশে গাড়ি দাঁড়া করিয়ে ছবি তোলেন কেক কাটেন। নিজের ফেসবুকে সেই সব ছবি পোষ্ট না করলেও তাঁর ব্যক্তিগত ফটোগ্রাফার সেই মূহুর্তের ছবিগুলো তার আইডে পোষ্ট করেন। যেখানে মন্তব্যের ঘরে অনবেক নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে।
জানা যায় তাঁরা নাকি দায়িত্বরত পুলিশের অনুমতি নিয়েই সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এখন প্রশ্ন উঠতেই পারে আইন কী তাহলে এক এক জনের জন্য ভিন্ন?