1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

হেমন্ত-লতার বিখ্যাত গান নতুন করে গাইলেন বিপ্লব-সুস্মিতা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: দেশের অন্যতম একজন ফ্যাশন ডিজাইনার তিনি। এই পরিচয়ে বিপ্লব সাহাকে সবাই চেনেন। তবে একক কোনো পরিচয়ের ছকে বাঁধা যায় না তাকে। তিনি একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী। ইদানীং তিনি নিয়মিত গানও গাইছেন।

দেশের কয়েকজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে আলোচিত হয়েছেন। বিপ্লব সাহা চেষ্টা করেন নানা উৎসব-পার্বন উদযাপনে সঙ্গী হয়ে গান নিয়ে আসতে। সে ধারাবাহিকতায় পূজায়-ঈদে গান করেন তিনি। গেয়েছিলেন বাবাদের নিয়ে একটি গান। তবে সময়ের অভাবে গানটির ভিডিও তৈরি করতে না পারায় গেল বাবা দিবসে সেটি প্রকাশ হয়নি।

তবে থেমে নেই গানের বিপ্লব, নতুন করে আবারও গাইলেন একটি গান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা। এটি অবশ্য মৌলিক কোনো গান নয়। তারা দুজন কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেশকরের শ্রোতাপ্রিয় বিখ্যাত একটি গান।

বিপ্লব সাহা বলেন, ‘অনেকদিন পর নতুন করে গানে কণ্ঠ দিলাম। এই গানটি আমার নিজের ভিষণ পছন্দের। আমার মতো কোটি মানুষ এই গানটি পছন্দ করেন। সেই ভালোলাগা ও আবেগ থেকে গানটি কভার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোন গান তা এখনই বলবো না। সবে তো গানের রেকর্ড হলো। সব কাজ শেষ করে ভিডিও তৈরির পর জানাবো।’

তিনি আরও বলেন, ‘এই গানটিতে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খুব মিষ্টি গলার গায়িকা সুস্মিতা সাহা। খুব দারুণ গান গায় ও। আশা করি হেমন্ত-লতা জুটির গানটি আমাদের দুজনের কণ্ঠে উপভোগ করবেন শ্রোতা-দর্শক।’

সুস্মিতা সাহা বলেন, ‘বিপ্লব সাহা দাদার সবগুলো কাজ আমি দেখেছি। খুব ভালো কাজ করে দাদা। তার সঙ্গে এই প্রথম আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তাই আমার খুব ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা কয়েকদিনে মধ্যে গানটি শোনতে পাবে।’

বিপ্লব সাহা জানান, তার গানটি খুব শিগগিরই ভিডিও আকারে প্রকাশ হবে জনপ্রিয় কোনো প্লাটফর্ম থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!