1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

জরিমানা কমাতে গোপনে জনির সঙ্গে দেখা করেছেন অ্যাম্বার?

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : হলিউডের আলোচিত জুটি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। কিছুদিন আগে মানহানি মামলায় জনির কাছে হেরে গেছেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী। এরপর আদালত এই অভিনেত্রীকে জরিমানা বাবদ ১০ মিলিয়ন ৩৫০ হাজার মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দেন।

এদিকে পশ্চিমা একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গোপনে জনি ডেপের সঙ্গে নাকি দেখা করেছেন অ্যাম্বার। জরিমানার অঙ্ক কমাতে অনুরোধও করেছেন। তবে শেষ পর্যন্ত তাতে রাজি হননি ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ সিনেমাখ্যাত এই অভিনেতা। এরপর আইনি প্রক্রিয়া চালিয়ে যওয়ার জন্য তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন অ্যাম্বার।

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের পরিচয় ২০০৯ সালে। ‘দ্য রাম ডায়েরি’ সিনেমার শুটিং সেটে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। অ্যাম্বার হার্ডের আগে দীর্ঘদিন ভেনেসা প্যারাডিসের সঙ্গে ছিলেন জনি ডেপ। ২০১২ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন ভেনেসা ও জনি। এরপর অ্যাম্বার হার্ডের সঙ্গে প্রেম শুরু করেন এই অভিনেতা। ২০১৪ সালের মেট গালাতে বাগদান সারেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। পরের বছর লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।

বিয়ের পনেরো মাসের মাথায় ২০১৬ সালে ডিভোর্সের আবেদন করেন অ্যাম্বার। তিনি অভিযোগ করেন, মাদক সেবন করে ও মদ্যপ অবস্থায় তাকে শারীরিক নির্যাতন করেন জনি ডেপ। যদিও এই অভিযোগ অস্বীকার করেন ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ অভিনেতা। পরবর্তী সময়ে ২০১৬ সালের আগস্টে ৭ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ডিভোর্স নিষ্পত্তি করেন আদালত।

২০১৯ সালে অ্যাম্বার হার্ডের পত্রিকায় একটি লেখার কারণে তার বিরুদ্ধে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানি মামলা দায়ের করেন জনি। এই অভিনেতা দাবি করেন, এর কারণে তার অভিনয় কেরিয়ারে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অনেক চেষ্টা করেও এটি স্থগিত করতে পারেননি অ্যাম্বার। এরপর পাল্টা ১০০ মিলিয়ন ডলারের মামলা দায়ের করেন এই অভিনেত্রী।

গত ১ জুন মানহানির মামলার রায় জনি ডেপের পক্ষে দেন আদালত। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, মানহানির ক্ষতিপূরণ বাবদ ডেপকে ১০ মিলিয়ন ৩৫০ হাজার মার্কিন ডলার দিতে হবে হার্ডকে। তবে কিছু ক্ষেত্রে এ মামলার রায় অ্যাম্বার হার্ডের পক্ষেও গিয়েছে। আদালত বলেছেন, ক্ষতিপূরণ হিসেবে হার্ড পাবেন ২০ লাখ ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com