1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

শেরপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

শেরপুর : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আধুনিক প্রযুক্তিনির্ভর ২৪ ঘন্টার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এসময় তিনি নিউজ টোয়েন্টিফোরের সংবাদ, টকশোসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন দ্রুত সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে নিউজ টোয়েন্টিফোর আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের সাবেক সভাপতি, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সময়ের প্রতিনিধি সাবিহা জামান শাপলা। অনুষ্ঠানে স্¦াগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোরের শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম।

বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, কালেরকণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভির প্রতিনিধি রফিক মজিদ, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, এসএ টিভির প্রতিনিধি মহিউদ্দিন সোহেল প্রমুখ।

ওইসময় সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, বিজয় টিভি প্রতিনিধি জিএম আজফার বাবুল, মোহনা টিভি প্রতিনিধি রেজাউল করিম বকুল, সময় টিভি প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, চ্যানেল এস প্রতিনিধি সোহেল রানা, চ্যানেল ২৪ প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, সাংবাদিক ফজলুল কবীর সুরুজ, ডা. হাফিজুর রহমান লাভলু, তপু সরকার হারুন, কাজী মাসুম, আমিনুল ইসলাম রাজু, বুলবুল আহম্মেদ, সুলতান আহম্মেদ, জয়ন্ত দে, রাজাদুল ইসলাম বাবু, হাসানুল বান্না সিফাতসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!