1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচন: সরে দাড়ালেন জামায়াতের প্রার্থী বাদল তারাকান্দায় ড্রিমল্যান্ডের দুই বাসে সংঘর্ষে নিহত ২, আহত ১৫ ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ১৩ জন নিহত, আহত ৪ শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচন : ২৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন : ২৬ জনের মনোনয়নপত্র দাখিল সাংগ্রাই উৎসব: জলকেলিকে মাতোয়ারা বান্দরবান প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ১৮৯১ মনোনয়নপত্র দাখিল সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান দুঃখজনক : আরাফাত বান্দরবানে সাংগ্রাই উপলক্ষে বুদ্ধমূর্তি স্নান বান্দরবানে মারমা সম্প্রাদায়ের “সাংগ্রাইং” উৎসব

‘সি ইজ ডেড’ : সিনেমাকেও হার মানালো হিন্দু-মুসলিমের যে প্রেম!

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : দশম শ্রেণি পড়ুয়া সনাতন ও মুসলিম ধর্মাবলম্বী প্রেমিক যুগলের ফেসবুকে প্রেমের পর অভিনব গল্প বানিয়ে বিয়ের ঘটনা হার মানিয়েছে সিনেমাকেও। প্রায় আট মাসের প্রেমকে শুধু গল্পই বানায়নি তারা, রীতিমতো আইন-শৃঙ্খলা বাহিনীর ঘুম হারাম করে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমেও। ‘সি ইজ ডেট’ শিরোনামে ভাইরাল হওয়া এ গল্পের শুরু শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভটপুর গ্রাম ও গাজিপুরের হোতাপাড়া থেকে। ভটপুরের সনাতন ধর্মাবলম্বী এক কৃষক পরিবারের দশম শ্রেণি পড়ুয়া কন্যা ধর্মান্তরিত তাবাচ্ছুম মৃধা ও গাজিপুরের হোতাপাড়া এলাকার একটি সিরামিক কারখানা শ্রমিক ও দশম শ্রেণি পড়ুয়া যুবক মাহদি মৃধা রানাকে ঘিরে এ গল্প।

ঘটনার শুরু প্রায় আট মাস আগে। রাইফা নামে নবম শ্রেণি পড়ুয়া এক বালিকার সাথে ফেসবুকে পরিচয় ও যোগাযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেই অনলাইন মার্কেটিং করতো নালিতাবাড়ীর ভটপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী বালিকা ও আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম মৃধা (বর্তমান নাম)। সে সুবাদে রাইফার মিউচ্যুয়াল ফ্রেন্ড হিসেবে সামনে পেয়ে তাবাচ্ছুমের ব্যবহৃত ‘অনুরাধা সেন’ নামে ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় মাহদি মৃধা। রিকুয়েস্ট গ্রহণ করার পর মাহদি ও তাবাচ্ছুম এর মাঝে যোগাযোগ শুরু। একপর্যায়ে প্রেমের গল্প গড়ে উঠে দু’জনার মাঝে। ম্যাসেঞ্জার ও মোবাইল ফোনসহ ভার্চুয়াল মাধ্যমে দু’জনের মাঝে গভীরতা বাড়ে।

২৪ জুলাই রোববার তাবাচ্ছুম এর শিখিয়ে দেওয়া কথামতো গল্প তৈরি করে মাহদি। মাহদি তার মোবাইল নাম্বার থেকে তাবাচ্ছুম এর মায়ের ফোনে কল করে। বলা হয়, ‘স্থানীয় এমপি মতিয়া চৌধুরীর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য স্কুলে বৃৃত্তির টাকা দেওয়া হচ্ছে। তাবাচ্ছুমকে বিদ্যালয়ে পাঠাতে হবে। তাই বাড়ি থেকে তাবাচ্ছুমকে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে আসতে দেওয়া হয়। ঘটনা সকাল দশটার দিকে। তাবাচ্ছুম বিদ্যালয়ে এলেও ফিরে যায়নি বাড়িতে। দিনভর না আসার একপর্যায়ে খোঁজাখুঁজি। পরদিন পর্যন্ত তাবাচ্ছুম এর সন্ধান মেলেনি। ফোনে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয় তার পরিবার। একপর্যায়ে তার বাবা কোটেশ্বর বর্মণ সোমবার রাতে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করে। জানানো হয় র‌্যাবকেও। শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু সাড়া পাচ্ছিল না কেউ। একপর্যায়ে মঙ্গলবার (২৬ জুলাই) ‘অনুরাধা সেন’ নামে ফেসবুক আইডিতে (তাবাচ্ছুম এর আইডি) তাবাচ্ছুম এর মুখ বাঁধা মৃত লাশের মতো পড়ে থাকা একটি ছবি আপলোড করা হয়। সেখানে বলা হয়, ‘না খুঁজলেই ভালো। খুঁজেও লাভ হবে না। সি ইজ ডেড।’ এ পোস্ট দেখে তাবাচ্ছুম এর পরিবারের পক্ষ থেকে ওই আইডতে কল করা হয়। তখন দুইজন পুরুষের কণ্ঠ শোনা যায়। ৪৯ সেকেন্ডের কথায় সেখান থেকে বলা হয়, ‘আমার বান্ধবী আর বেঁচে নেই।’ এরপর ওই আইডিও ডিএ্যাক্টিভ করে দেওয়া হয়।

এরপরই শুরু হয় তোলপাড়। দুঃশ্চিন্তায় ভেঙে পড়ে তাবাচ্ছুম এর পরিবার। মুখ বাঁধা মৃত লাশের মতো পড়ে থাকা ছবি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঝর ওঠে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে সর্বত্র। অনিশ্চয়তায় পড়ে যান সকলেই।

অপরদিকে ঘটনার দিন ২৪ জুলাই বিকেল চারটার দিকে তাবাচ্ছুম পৌছে যায় গাজিপুরে। মোবাইল ফোনে যোগাযোগ করে মিলিত হয় মাহদি ও তাবাচ্ছুম। ভালোবাসার টানে পরিকল্পনামাফিক তাবাচ্ছুমকে মাহদি নিয়ে যায় তার বাসায়। প্রথমে পরিবারের লোকজন সম্মত না হলেও একপর্যায়ে উভয়ের বিয়ে দিতে সম্মত হয়। সোমবার গাজিপুরের আদালতে গিয়ে এফিডেভিট করে সনাতন ধর্ম পাল্টে মুসলিম হয় তাবাচ্ছুম। এরপর তারা বিয়ে করে সোমবার থেকেই সংসার জীবন শুরু করে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে অপহরণের পর হত্যা’র খবর ছড়িয়ে পড়লে থানা পুলিশ হন্য হয়ে মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি দল চলে যায় গাজিপুরে। ২৯ জুলাই শুক্রবার রাত থেকে ৩০ জুলাই শনিবার দুপুর পর্যন্ত তারা গাজিপুরে অভিযান অব্যাহত রাখে। বেলা দুইটার দিকে প্রথমে বাড়ি পৌছে উদ্ধার করে তাবাচ্ছুমকে। এর কিছুক্ষণ পর বাড়ির কাছ থেকেই আটক করে মাহদিকে। রাতে আনা হয় নালিতাবাড়ী থানায়। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে রোমাঞ্চকর প্রেমের পুরো ঘটনা। তবে গল্পের রচয়িতা হিসেবে উঠে আসে তাবাচ্ছুম এর নাম। অনেকটা সাদাসিদে টাইপের মাহদি প্রেম করে প্রেমিকাকে পাওয়ার জন্যই আবেগী। কিন্তু তাবাচ্ছুম এটিকে পরিণয়ে রূপান্তর করতে পুরো গল্প বানায়। তার শেখানো গল্পেই দু’জনের মিলে তৈরি করে ভিন্নধর্মী লাভ স্টোরি। বারবার জিজ্ঞাসাবাদেও নিজে এ পরিকল্পনার দায় নেয় তাবাচ্ছুম। মাহদি বারবারই বিষয়টি নিছক ভালোবাসা হিসেবেই বুঝানোর চেষ্টা করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাবাচ্ছুম জানায়, বাবা-মায়ের জন্য খারাপ লাগে ঠিকই, কিন্তু সে মাহদিকে ছাড়া থাকবে না, বাবার কাছেও যাবে না। জন্ম নিবন্ধন সনদে বয়স কম থাকলেও নিজের বয়স ১৮ হয়েছে বলে দাবী করে সে। বলে নিবন্ধনের সময় বয়স ভুল করে কমিয়ে দেওয়া হয়েছে। সনদে তার বয়স ১৩ অক্টোবর ২০০৫ দেখানো হলেও তার জন্ম ২০০৩ সালে।

তাবাচ্ছুম জানায়, সে নিজেই মাহদিকে ফোন করে গাজিপুরে যায়। প্রথমে অটোবাইকে নালিতাবাড়ী, এখান থেকে সিএনজিতে নকলা, তারপর আবার পাবলিক বাসে করে গাজিপুর। এভাবে একাই পৌছে যায় প্রেমিক মাহদির কাছে। এর জন্য কিছুদিন আগে বড় বোনের বিয়েতে হাত খরচ হিসেবে বাবার দেওয়া ১৫শ টাকা জমিয়ে রাখে তাবাচ্ছুম।

সে আরও জানায়, মারা গেছে বলে প্রচার দিলে পরিবারের লোকজন হাল ছেড়ে দেবে, আর খোঁজাখুঁজি করবে না। এ জন্যই তাবাচ্ছুম নিজে ওড়নায় মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকা ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করে জানায়, ‘সি ইজ ডেড’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!