1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

ভাগ্যক্রমে বেঁচে গেল নবদম্পতি

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

ঢাকা: রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান নববিবাহিত দম্পতি হৃদয় ও রিয়া।

জানা গেছে, তাদের রাজধানীর বেসরকারি এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তারা দুজনই আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গেল শুক্রবার (১২ আগস্ট) মো. হৃদয় ও রিয়া মনির বিয়ে হয়। সোমবার (১৫ আগস্ট) হতাহত হওয়া ব্যক্তিরা ঢাকায় বউভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়ের বাড়ি ফিরছিলেন।

হৃদয়ের পরিবার দক্ষিণখানের কাওলা আফিল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। আর রিয়ার আশুলিয়ার খেজুর বাগানে আফসার উদ্দিন চেয়ারম্যানের বাড়ি।

হৃদয়ের চাচাতো ভাই রাকিব গণমাধ্যমকে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। কিন্তু অনেক সময় পর গাড়ি থেকে মরদেহ বের করা হলো। ভেতরে কেউ বেঁচে থাকলেও থাকতে পারতো। অব্যবস্থাপনার মধ্য দিয়ে এ কাজ করা হচ্ছে। না হলে দুর্ঘটনা ঘটতো না। আমরা এ বিচার কার কাছে দেব? নিহতরা সবাই কোন না কোনভাবে আত্মীয়-স্বজন।

ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গার্ডারের নিচে চাপা পড়ে থাকা প্রাইভেট কারটি বের করে আনা হয় ফায়ার সার্ভিস ও সরকারের অন্যান্য সংস্থার সমন্বয়ে। এরপরই মূলত প্রাইভেট কারের ভেতর থেকে একে একে মরদেহগুলো বের করে আনে পুলিশ। দুর্ঘটনার কারণে উত্তরা এলাকায় যানজট দেখা দিয়েছে। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে, নিহত হৃদয়ের বাবা রুবেল হোসেন (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), রিয়া মনির খালা ঝর্ণা (২৮), ঝর্ণার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়ার (২) মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

এর আগে, সোমবার বিকেলে উত্তরার জসীমউদ্দীন রোডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাবসহ সরকারের বিভিন্ন সংস্থার লোকজন আটকা পড়াদের উদ্ধারে কাজ শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!