1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় নদীতে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু ইসরায়েলে ১৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহর হামলা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমন নালিতাবাড়ীতে দুস্থদের মাঝে দোস্ত এইডের উদ্যোগে ফুডপ্যাক বিতরণ ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০ হাজার কোটি ডলার পাবে দরিদ্র দেশগুলো বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সন্ত্রাসী নিহত, অন্ত্র উদ্ধার

কলাপাড়ায় দফায় দফায় জোয়ারের পানিতে বাড়িঘর প্লাবিত, দুর্ভোগে এসএসসি পরীক্ষার্থীরা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ নদী পাড়ের গ্রামের মানুষেরা প্রতিদিন দফায় দফায় জোয়ারের পানিতে ভেসে বেড়ালেও তাদের আর্তনাদ কেউ শুনছে না। এরই মধ্যে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় লালুয়া, ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয়, এসকেজিবি মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক এসএসসি পরীক্ষার্থী চরম দূর্ভোগ পড়েছে। বৃষ্টি হলে ওরা কাঁদে, জোয়ার হলে ভাসে।
সাগর মোহনা ঘেঁষা রাবনাবাঁধ নদীর অস্বাভাবিক উচ্চতার জোয়ারে ভাঙন কবলিত অংশ দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে। প্রতি ঝড়-জলোচ্ছাসে ভেসে যায় তাদের স্বপ্ন। এভাবেই চলছে বছরের পর বছর।

মঙ্গলবার এসব দুর্গত এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, এসএসসি পরীক্ষার্থীরা যারা নিজেদের বাড়িতে অবস্থান করে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছে। তারা বাড়ি থেকে অনেক কাঠ-খড় পুড়িয়ে মোটরসাইকেল, অটোরিক্সায় পরীক্ষা কেন্দ্র যাচ্ছে। পরীক্ষা শেষে আবার একই ভাবে বাড়ি ফিরছে। এজন্য তাদের জনপ্রতি ২০০-৩০০টাকা গুণতে হচ্ছে।

লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শিরিন হোসেন জানায়, জোয়ারের সময় আমাদের বাড়ি ঘর পানিতে তলিয়ে যায়। জোয়ারে সময় আমার স্কুলে ক্লাস ঠিকমতো করতে পারিনি। গত দুই তিন আগে জোয়ারের পানিতে বাড়ি-ঘর-রাস্তা তলিয়ে গেছে। এ অবস্থায় হয়তো পরীক্ষার হলে যেতে দূর্ভোগে পরতে হচ্ছে।

সে আরো জানায়, রাস্তা ঘাট খারাপ থাকার কারনে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র যাওয়ার জন্য বাড়ি থেকে খুব সকালেই বের হতে হচ্ছে। সহপাঠিরা অনেকে পরীক্ষার জন্য কলাপাড়া পৌর শহরে বাসা ভাড়া করে সেখান থেকে পরীক্ষা দিচ্ছে।

আরেক এসএসসি পরীক্ষার্থী মশিউর রহমান জানায়, তাদের বাড়ি লালুয়ার ভাঙ্গন কবলিত এলাকা চাড়িপাড়া গ্রামে বসতবাড়ি জোয়ারে তলিয়ে যাওয়ার কারনে তারা ২০ জন পরীক্ষার্থী লালুয়ার বানাতি বাজারে বাসা ভাড়া করে থাকে। সেখান থেকে তারা মোটরসাইকেল ভাড়া করে উপজেলা শহরের কেন্দ্রে আসা যাওয়া করে।

উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে পরাক্ষীর্থী সজীব রায়হানের পিতা ইকবালুর রায়হান জানান, লালুয়ার চিংগড়িয়া গ্রামের বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার কাঁদা রাস্তা পায়ে হেটে এসে ইটের রাস্তা হয়ে কলাপাড়া শহরের পরীক্ষা কেন্দ্রে দিতে যেতে-আসতে তাকে ৫০০ টাকার খরচ করতে হয়।

উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ জানান, আমাদের স্কুল থেকে এ বছর ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। অর্ধেক পরীক্ষার্থী শহরে আত্মীয়-স্বজনের বাসা ও অনেকে বাসা ভাড়া করে থেকে পরীক্ষা দিচ্ছে। আর যারা লালুয়ার বিভিন্ন গ্রাম থেকে গিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব আব্দুর রহিম জানান, তাদের কেন্দ্রে ৩৬০ জন পরীক্ষার্থী মধ্যে প্রথম দিন ৩৫৩ জন উপস্থিত রয়েছে। আর বিভিন্ন দুর্ভোগের কারণে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com