শেরপুর: শেরপুরে একশো কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা শহরে পাঁচ একর জায়গায় ২০২৩ সালে এর নির্মাণ কাজ উদ্বোধনের কথা জানান তিনি।
বুধবার রাতে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে ২৫হাজার নারী উদ্যোক্তা তৈরীর কাজ শুরু করেছে সরকার। এছাড়া ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য দ্রুত গতির ইন্টারনেট সরবরাহের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়িতে ফ্রিল্যান্সার তৃষ্ণা দিওর বাড়ি সফর ও নালিতাবাড়িতে ‘জয় ডি-সেট সেন্টার’ স্থাপনের উদ্বোধন করবেন।