1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই: তারেক রহমান বিনাসুদে ঋণের প্রলোভন: ‘ট্যাহা তো প্যাই নাই, উল্টা ম্যাইর খাইছি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার গুলিভর্তি ম্যাগজিন চুরি: মোল্লাসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: ডিএমআরসি কর্তৃপক্ষ অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করার বার্তা দিলেন সারজিস শিক্ষার্থীদের উদ্দেশে সরকারের বার্তা কমবে তাপমাত্রা, হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আভাস ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের আহ্বান খামেনির সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকার ‍ঋণ, শাহবাগে জড়ো হলেন শত শত মানুষ

এলএনজি আমদানিতে আরও ৮ প্রতিষ্ঠান তালিকাভুক্ত

  • আপডেট টাইম :: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : জ্বালানি চাহিদা পূরণে সরকার মাস্টার সেল পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সংখ্যা আরও ৮টি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে এমএসপিএ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াবে ২৪টি। প্রয়োজনীয় এলএনজি আমদানি আরও সহজ এবং প্রতিযোগিতামূলক করে তুলতে এমএসপিএ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার এলএনজি আমদানি কার্যক্রম গ্রহণ করে। এ লক্ষ্যে কাতারগ্যাস এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল (ওকিউটি) এর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে এলএনজি আমদানি করা হয়। কিন্তু রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এ অবস্থায় সরকার বর্তমানে সাময়িকভাবে এলএনজি আমদানি বন্ধ রেখেছে। তবে এরপর যখন আমদানি করা হবে তখনকার অবস্থা বিবেচনা করে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য ১ম পর্যায়ে গত ২০১৭ সালের ৮ জুন জাতীয় পত্রিকাসহ সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), পেট্রোবাংলা ও রূপান্তরিত পাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এর ওয়েবসাইটে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৪৩টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে। এরপর সব প্রক্রিয়া অনুসরণ করে প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির (পিপিসি) সুপারিশকৃত তালিকভুক্ত ২৯টি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ২১টি প্রতিষ্ঠান তাদের মতামত দিলে গ্রহণযোগ্য মতামতগুলো খসড়া এমএসপিএ-তে যোগ করে পিপিসির সভার মাধ্যমে চূড়ান্ত করা হয়।

সূত্র জানায়, অনুমোদিত খসড়া এমএসপিএ-টি সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হলে ১৭টি প্রতিষ্ঠান পাঠানো অনুস্বাক্ষরিত এমএসপিএ গুলো পিপিসির ২০১৯ সালের ২৮ জানুয়ারি সভায় অনুমোদিত হয়। অনুস্বাক্ষরিত এমএসপিএ-এর ওপর আইন ও সংসদ বিভাগের ভেটিং-এ প্রাপ্ত মতামতগুলো যোগ করে অনুস্বাক্ষরিত এমএসপিএ-টি সংশোধন করা হয়। স্পট মার্কেট থেকে এলএনজি কেনার লক্ষ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত অনুস্বাক্ষরকারী ১৭টি প্রতিষ্ঠানের সঙ্গে এমএসপিএ স্বাক্ষরের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন নেওয়া হয়। পরবর্তীতে ১৭টি প্রতিষ্ঠানের মধ্য থেকে আগ্রহী ১৪টি প্রতিষ্ঠান পেট্রোবাংলার সঙ্গে এমএসপিএ স্বাক্ষর করে।

ইওআই আহ্বানের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে যে ১২টি প্রতিষ্ঠান এমএসপিএ অনুস্বাক্ষর করেনি তাদের মধ্যে ৪টি প্রতিষ্ঠানের আগ্রহের প্রেক্ষিতে এমএসপিএ স্বাক্ষরের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দেয়। পরবর্তীতে ৪টি প্রতিষ্ঠানের মধ্য থেকে ২টি প্রতিষ্ঠান গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর ও টোটাল গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড, ইউকে পেট্রোবাংলার সঙ্গে এমএসপিএ স্বাক্ষর করলে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬টি।

সূত্র জানায়, স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির কার্যক্রমে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আবার ইওআই আহ্বানের বিষয়ে পিপিসির সিদ্ধান্তের প্রেক্ষিতে (২য় পর্যায়ে) গত ২০২২ সালের ১০ মে জাতীয় পত্রিকাসহ সিপিটিইউ সিপিটিইউ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল-এর ওয়েবসাইটে ইওআই প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৮টি প্রতিষ্ঠান ইউওআই দাখিল করে। এরপর সব প্রক্রিয়া অনুসরণ করে পিপিসি ৮টি প্রতিষ্ঠানকেই সংক্ষিপ্ত তালিকাভুক্ত করার সুপারিশ করে।

সূত্র জানায়, বিদ্যমান এমএসপিএ-তে ‘লেট পেমেন্ট রেট থ্রি পার্সেন্ট অ্যাভাব লাইবর (লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট) উল্লেখ রয়েছে যা বর্তমানে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হচ্ছে না।

বর্তমানে লাইবর এর পরিবর্তে এসওএফআর (সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট) ব্যবহৃত হচ্ছে। ইওআই আহ্বানের সময় ‘লেট পেমেন্ট রেট’ এ লাইবর এর পরিবর্তে এসওএফআর,এমএসপিএ তে ব্যবহৃত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সে প্রেক্ষিতে ২০২২ সালের ২১ জুলাই অনুষ্ঠিত পিপিসির সভায় বিদ্যমান এমএসপিএ তে লেট পেমেন্ট রেট থ্রি পার্সেন্ট অ্যাভাব লাইবর এর পরিবর্তে এসওএফআর বাই নিউইয়র্ক সংযোজন বিষয়ে আইন ও সংসদ বিষয়ক বিভাগের মতামত নেওয়ার জন্য পাঠানো হলে এমএসপিএ-টি নিরীক্ষা করে তাতে মতামত দেয়। মতামতের প্রেক্ষিতে সংশোধন করা পরিচ্ছন্ন কপি প্রস্তুত করা হয়েছে। আইন ও সংসদ বিষয়ক বিভাগের মতামতের আলোকে প্রস্তুত করা সংশোধিত এমএসপিএ টিতে মৌলিক পরিবর্তন হয়নি।

সূত্র জানায়, বর্তমানে স্পট মার্কেটে এলএনজির দাম বেশি হওয়ায় ২০২২ সালের জুলাই থেকে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির কার্যক্রম বন্ধ রয়েছে। গ্যাসের বিদ্যমান ও ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং স্পট মার্কেটে এলএনজির দাম কমলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভবিষ্যতে এলএনজি আমদানি সম্ভাবনা রয়েছে। এলএনজি আমদানির কার্যক্রমে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ালে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির একটি প্রতিযোগিতামূলক দাম পাওয়া যাবে। এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে নতুন ৮টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাবে সম্প্রতি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।

নতুন তালিকাভুক্ত ৮টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-এলএনজি জাপান করপোরেশন, সকার ট্রেডিং (ইউকে) লিমিটেড, পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন, কোরিয়া, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, কাতার, ইনপেক্স করপোরেশন, জাপান, প্যাভিলন এনার্জি ট্রেডিং অ্যান্ড সাপ্লাই প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর, পিটিটি ইন্টারন্যাশনাল টেড্রিং প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর। অর্থাৎ নতুন ৮টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করায় এমএসপিএ স্বাক্ষরকারী প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ২৪টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com