1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

ভিপি নুর ও মুক্তিযু`দ্ধ মঞ্চের পাল্টাপাল্টি মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন শাহবাগ থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। বুধবার বিকেলে শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করা হয়।

জানা যায়, মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এক সমাবেশের ডাক দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। সমাবেশ শুরু হওয়ার আগেই সেখানে অবস্থা নেয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন।

এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন ভিপি নুরুল হক নুরের ওপর হামলা করে। উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তাতে উভয়পক্ষেরই ১৮-২০ জন আহত হয়।

ভিপি নুরের মামলার এজহারে বলা হয়, মঙ্গলবার ভিপি নুরদের সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের ৩০-৩৫ জন নেতাকর্মী হামলা চালায়। পরপর দুবারের হামলার শিকার হয়ে ডাকসু ভিপি, সমাজসেবা সম্পাদকসহ আহত হন ১৪ জন।

৩০-৩৫ জন হামলায় অংশ নিলেও এদের নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন, মিজানুর রহমান পিকুল, খোকন মিয়া, তুর্য্যসহ কয়েকজন।

অন্যদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজু ভাস্কর্যে মুক্তিযুদ্ধ মঞ্চের পূর্বনির্ধারিত সমাবেশে চাপাতি, রামদা, রড নিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে হামলা করে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন।

এতে তাদের প্রায় ১০ কর্মী আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দুপক্ষই অভিযোগপত্র জমা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com