নালিতাবাড়ী (শেরপুর) : দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের নবনির্মিত ৫শ আসন বিশিষ্ট হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নেতা-কর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, চলছে প্রার্থীদের পক্ষে প্রচারণা, শোডাউন, মিছিল।
দলীয় সূত্রমতে, বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল।
২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে এ উপজেলার সর্বশেষ কমিটি হয়। ওই সময় কমিটির সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফজলুল হক। বর্তমানে গুরুত্বপূর্ণ এ পদ দুটিতে আলোচনায় রয়েছেন প্রায় ডজন খানেক প্রার্থী।
এরা হলেন- সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, বর্তমান কমিটির সহ-সভাপতি বেগম লুৎফুন্নেছা, সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল ও শহর শাখার সভাপতি হাবিবুর রহমান ডিপু।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, সদস্য আবদুল ওয়াহাব ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।
তবে আলোচনায় উঠে আসছেন হাফ ডজনের মতো। কেউ বলছেন নবীন-প্রবীণে হবে এবারের কমিটি। কেউ বলছেন প্রবীণেরা আবারও ঠাঁই পাবেন কাউন্সিলে।
এদিকে ইতিমধ্যেই জেলার ঝিনাইগাতি ও নকলা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বুধবার অনুষ্ঠিত হয়েছে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল।