1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

কলাপাড়ায় ৭টি সুন্ধি কচ্ছপ ও ৬টি বন্যপাখি উদ্ধার, অবমুক্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার করা দুই শিকারীর কাছ থেকে ৭টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে এ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা। কচ্ছপ শিকারের কাজে ব্যবহৃত বল্লপ উদ্ধার করা হয়। গত সোমবার সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রাম থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

এছাড়াও এসময় উদ্ধারকৃত ১টি টিয়া, ২টি শালিক ও ৩টি ঘুঘুসহ কচ্ছপগুলো সোমবার রাতে কলাপাড়া উপজেলা বন বিভাগের পুকুরে এবং পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়। কচ্ছপ আর শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে দুই শিকারীকে ছেড়ে দেয়া হয়।

কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি জানান, বনপ্রাণী শিকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারী ধিনিষেধ উপেক্ষা করে বনপ্রাণী শিকার করা এসব অবৈধ শিকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!