হালুয়াঘাট (ময়মনসিংহ) : ‘বাংলাদেশ পরিবেশ বাঁচাও পরিষদ’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় হালুয়াঘাট থানা রোডের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ঢাকা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফ জামানকে সভাপতি ও প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু’কে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নতুন সময় প্রতিনিধি মোহাম্মদ আবদুল আউয়াল, সহ-সম্পাদক ভোরের পাতা প্রতিনিধি দেওয়ান নাঈম, সাংগঠনিক সম্পাদক দৈনিক নবচেতনা প্রতিনিধি আনছারুল হক রাসেল, দপ্তর-সম্পাদক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ মাসুদ রানা, প্রচার সম্পাদক দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মনিরুজ্জামান মনির, আইন বিষয়ক সম্পাদক দৈনিক তথ্যধারা প্রতিনিধি সাইদুর রহমান রাজু, কার্যকারী সদস্যরা হলেন দৈনিক সকালের দুনিয়া প্রতিনিধি দুলাল রায়, দিগন্ত বাংলা প্রতিনিধি শাহাদত আলী, দৈনিক জনতার কন্ঠস্বর রাইছুল ইসলাম রাসেল।
– মাজহারুল ইসলাম মিশু