স্পোর্টস ডেস্ক : পান থেকে চুন খসলেই যেন হলুদ কার্ড! আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৫টি হলুদ কার্ড দেখিয়ে বিতর্কের শিকার হন স্প্যানিশ রেফারি অ্যান্তনিও মাতেউ লাহোজ। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়খ লিওনেল মেসি ও গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি হিসেবে আখ্যা দেন লাহোজকে। মেসিসহ ৮ আর্জেন্টাইন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান তিনি, ডাচ দলের ৬ জন দেখেন হলুদ কার্ড। পেনাল্টি শুটআউটের সময় নেদারল্যান্ডসের ডুমফ্রাইস দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। ম্যাচটি ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা।
কিন্তু ম্যাচ শেষে লাহোজকে নিয়ে ক্ষোভ উগরে দেন মেসি। তিনি জানান, কার্ড আতঙ্কে রেফারির সঙ্গে কথা বলতে ভয় হচ্ছিল তার। তিনি বলেন, ‘আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না কারণ এরপর আপনাকে শাস্তি পেতে হবে। কিন্তু সবাই দেখেছে কী ঘটেছিল। আমি মনে করি ফিফার এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এমন রেফারি এই ধরনের ম্যাচে রাখা উচিত নয়।’
স্প্যানিশ ক্রীড়াবিষয়ক রেডিও কোপ জানায়, ওই ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর লাহোজকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনালে কোনও দায়িত্ব দেওয়া হবে না তাকে।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আর্জেন্টিনা ম্যাচের সঙ্গে লাহোজকে দেশে ফেরত পাঠানোর কোনও সম্পর্ক নেই। কিন্তু অনলাইনে ভক্তরা স্বস্তি নিয়ে বলেছে, শেষ পর্যন্ত মেসির ইচ্ছা পূরণ হলো।