শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে তাতিহাটি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম, প্রতিবন্ধী, হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিরতণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার তাতিহাটি বাজারে নিশাদ মার্কেটে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার ও তাতিহাটি জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেব বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাঈদ। তাতিহাটি জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, সমাজ সেবক আনিসুর রহমান, সহকারি শিক্ষক সোলাইমান হক, আব্দুল হাই প্রমুখ। এসময় পৌরসভার বিভিন্ন এলাকার ২ শ হতদরিদ্র পরিবারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
– ফরিদ আহম্মেদ রুবেল