1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

৩৫৮১৩ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বরাদ্দ ১৪৩ কোটি টাকা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : দেশের ৫১৩ উপজেলার ৩৫ হাজার ৮১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ১৪৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ অর্থে এসব বিদ্যালয়ের ভবনগুলোর রুটিন মেইনটেনেন্স (নিয়মিত সংস্কারকাজ) করা হবে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রতিটি বিদ্যালয় ৪০ হাজার টাকা করে বরাদ্দ পাচ্ছে।

সম্প্রতি সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে এ টাকা বরাদ্দ ও ব্যয়ের মঞ্জুরি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছে। চিঠির অনুলিপি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরও পাঠানো হয়েছে।

অধিদপ্তরের অর্থ শাখার উপ-পরিচালক এইচ এম আবুল বাশারের সই করা আদেশে এ টাকা ব্যয়ের কিছু শর্ত দেওয়া হয়েছে।

বরাদ্দ অর্থ ব্যয়ে নির্দেশনা

> কোনো অবস্থাতেই বরাদ্দ টাকার অতিরিক্ত টাকা তোলা বা ব্যয় করা যাবে না।

> বর্ণিত খাত ও অর্থনৈতিক কোড ছাড়া অন্য কোনো উপখাত বা কোডে টাকা ব্যয় করা যাবে না।

> সরকারি বিধিবিধান মেনে টাকা খরচ করতে হবে।

> টাকা ব্যয়ের সব ভাউচার অফিসে সংরক্ষণ করতে হবে, যেন চাওয়া মাত্রই পাওয়া যায়।

> বরাদ্দ টাকার ব্যয়বিবরণী ওয়েব বেইজড কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে ৭ দিনে অ্যান্ট্রি দিতে হবে।

> ভ্যাট আইটি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারের নির্দিষ্টখাতে জমা দিয়ে বিল সমন্বয় করতে হবে।

> প্রতিটি বিলের জিওবি বাবদ ২৫ শতাংশ ও আরপিএ বাবদ ৭৫ শতাংশ ব্যয় করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com