বাংলার কাগজ ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষাকেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উপদ্রুত এলাকার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (১৩ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।