1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন

৩২ হাজার ফুট গভীর গর্ত খুঁড়ছে চীন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ৩২ হাজার ফুট গভীর গর্ত খুঁড়তে যাচ্ছে চীন। ইতিমধ্যেই এর কার্যক্রম শুরু হয়ে গেছে। বুধবার ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমে শিনজিয়াং প্রদেশে এই গর্ত খনন কাজ শুরু হয়েছে। এই এলাকাটি খনিজ তেল সমৃদ্ধ। মঙ্গলবার এই এলাকায় ৩২ হাজার ৮০৮ ফুট গভীর গর্ত খননের কাজ শুরু হয়েছে। এই গর্ত অন্তত ১০টি মহাদেশীয় স্তর ভেদ করবে। মহাদেশীয় স্তর হচ্ছে পাথরের বিভিন্ন আস্তরণ। গর্তের গভীরে রয়েছে প্রায় ১ কোটি ৪৫ লাখ বছরের পুরোনো পাথর।

চীনা বিশেষজ্ঞেরা জানিয়েছেন, এই গর্ত খননের ফলে ভূগর্ভে সঞ্চিত ধাতু ও শক্তির উৎস সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এর মাধ্যমে নানা খনিজ পদার্থের সম্ভার চিহ্নিত করা যাবে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আগে থেকে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুপাতের সম্ভাবনা জানার প্রযুক্তির আরও উন্নয়ন করা যাবে।

চীনের এই গর্ত অবশ্য ‘পৃথিবীর গভীরতম’ গর্ত নয়। এখনও পর্যন্ত পৃথিবীর গভীরতম গর্ত হচ্ছে রাশিয়ার ‘কোলা সুপারডিপ বোরহোল।’ এর গভীরতা ৪০ হাজার ২৩০ ফুট। ১৯৮৯ সালে এই গর্ত খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছিল। গর্তটি খুঁড়তে সময় লেগেছিল ২০ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!