1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

গাজীপুরে অধিকাংশ কারখানায় ঈদ বোনাস পায়নি শ্রমিকরা

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুন, ২০২৩

গাজীপুর: পবিত্র ঈদুল আজহার বাকি আর তিন দিন। তবে রোববার (২৫ জুন) পর্যন্ত গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানার শ্রমিকরা ঈদ বোনাস পাননি। গতকাল পর্যন্ত ১ হাজার ৮৯টি কারখানা বোনাস পরিশোধ করেছে। এখনো বাকি আছে ১ হাজার ১৮৯টি কারখানা। এছাড়া, চলতি মাসের ১৫দিনের বেতন পেয়েছে মাত্র ২৩টি কারখানার শ্রমিকরা। বেতন বোনাস না পেয়ে কারখানার শ্রমিকরা হতাশার মধ্যে রয়েছেন।

গাজীপুরে ২ হাজার ২৮৭ শিল্পকারখানা পর্যবেক্ষণ করে শিল্প পুলিশ। গত ২৫ জুন পর্যন্ত তাদের প্রতিদিনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলাম রোববার (২৫ জুন) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তবে আজ-কালকের মধ্যে সব কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করবেন বলেও জানিয়েছে শিল্প পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের তথ্য অনুযায়ী জানা গেছে, গাজীপুরে পোশাক কারখানা রয়েছে ২ হাজার ২৮৭টি। এর মধ্যে বিজিএমইএ’র ৭৪৯টি, বিকেএমইএ’র ১৩৫টি, বিটিএমএ ১২৯ ও অন্যান্য ১ হাজার ২৭৪টি কারখানা রয়েছে। গত ২৫ জুন পর্যন্ত ১ হাজার ৮৯ টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে। ১৮৮টি কারখানা আজ-কালকের মধ্যেই শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করবে। অপরদিকে জুন মাসের অর্ধেক বেতন পরিশোধ করেছে মাত্র ২৩টি পোশাক কারখানা। এর মধ্যে বিজিএমইএ’র ২১টি এবং বিকেএমইএ’র ২টি কারখানা রয়েছে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র গাজীপুরে শিল্প কারখানা রয়েছে ৭৪৯টি। এর মধ্যে ৪৫৩টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। আর চলতি মাসের বেতন দিয়েছে ২১টি কারখানা।  অন্যদিকে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র কারখানা রয়েছে ১৩৫টি। এর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে ২১টি এবং চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করেছে দুটি কারখানা। এ ছাড়া বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র কারখানা রয়েছে ১২৯টি। এর মধ্যে ৬৬টি কারখানা শ্রমিকদের ঈদের বোনাস পরিশোধ করেছে। এসব সংগঠনের বাইরেও গাজীপুরে ১ হাজার ২৭৪টি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে ৪৮৯টি কারখানা ঈদুল আজহার বোনাস পরিশোধ করেছে কিন্তু একটি কারখানাও চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করেনি।

এদিকে, গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় চলতি মাসের অর্ধেক বেতন এবং ঈদ বোনাসের দাবিতে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এরই মধ্যে গতকাল রাতে শ্রমিক বিক্ষোভের সময় সন্ত্রাসী হামলায় এক শ্রমিক নেতা নিহতের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com