টাঙ্গাইল: রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। তবে, ঈদের আগের দিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা হয়েছে।
বুধবার (২৮ জুন) দুপুরের পর থেকে এই মহাসড়কের যানবাহনের চাপ কমতে থাকে। বিকেলে মহাসড়কের রাবনা, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, হাতিয়া ও সল্লাসহ বিভিন্ন এলাকায় ঘুরে কোনো যানজট দেখা যায়নি।
এর আগে, ভোরে সেতুর উপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় টোল আদায় বন্ধ থাকে। এতে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘সেতুর উপরে ও মহাসড়কে দুর্ঘটনার কারণে সকালে যানজট শুরু হয়। তবে, দুপুরের পর থেকে চাপ কমতে থাকে। বর্তমানে মহাসড়কে যানবাহন নেই বললেই চলে।’
এদিকে, ২৬ বছরের মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।
প্রসঙ্গত, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।