অর্থ ও বাণিজ্য ডেস্ক : ঈদের ছুটির পর আজ রোববার (২ জুলাই) ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। এর মাধ্যমে আমদানির অনুমতি দেওয়া কাঁচা মরিচের মধ্যে ৯৩ টন দেশে এলো। রোববার কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের ছুটির পরে আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। রাতে আরও আসবে।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।
আর ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।
হঠাৎ কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় গত ২৫ জুন আমদানির অনুমতি দেয় সরকার। কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোববার (২৫ জুন) সারাদিনে কাঁচা মরিচের ৩০টি আইপি-তে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
সরকার আমদানির অনুমতি দেওয়ার পরও একদিনের ব্যবধানে ২৬ জুন রাজধানীর বাজারগুলোতে কেজিতে কাঁচামরিচের দাম ১০০ টাকা বেড়ে যায়। ২৫ জুন কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা ছুঁয়েছিল। ২৬ জুন তা আরও বেড়ে ৪০০ টাকা হয়।
ঈদের পর কাঁচা মরিচের দাম বাড়ার পালে আর এক দফা হাওয়া লাগে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের কেজি ৬০০ টাকা বিক্রি হয়। তবে আজ দাম কিছুটা কমে ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে।