বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী শ্যারন ফ্যারেল মারা গেছেন। গত ১৫ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর আড়াই মাস পর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার-কে শ্যারনের পুত্র চান্স বোয়ার এসব তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইট জানিয়েছে, শ্যারনের মৃত্যুর খবর তার আত্মীয়রা জানতেন না। সম্প্রতি শ্যারনের মৃত্যুর খবর জেনে ফেসবুকে পোস্ট করেন তারা। তবে কী কারণে মারা গেছেন তা তারা এখনো নিশ্চিত নন।
টেলিভিশন এবং সিনেমা দুই মাধ্যমে কাজ করেছেন শ্যারন। ১৯৫৯ সালে ‘কিস হার গুডবাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শ্যারন। তবে তার অভিনীত ‘ইটস অ্যালাইভ’ সিনেমার জন্য মানুষ তাকে মনে রাখবেন। সিনেমাটিতে এক অদ্ভুত শিশুর মায়ের চরিত্রে দেখা যায় তাকে।
তা ছাড়াও ‘দ্য স্টান্ট ম্যান’, ‘মারলো’, ‘দ্য রিভারস’, ‘ক্যাননট বাই মি লাভ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন শ্যারন। ‘হাওয়াই ফাইভ-ও’, ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্ট’ শিরোনামে টিভি শোয়ে পারফর্ম করে নজর কাড়েন এই অভিনেত্রী।