আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এছাড়া এ ঘটনায় এখনও পর্যন্ত ৯ হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার তালেবান প্রশাসন এ তথ্য জানিয়েছে।
শনিবার আফগানিনস্তানের পশ্চিমের শহর হেরাতের ৩৫ কিলোমিটার (২০ মাইল) উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপর চার দফায় আফটার শক হয়।
আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সায়েক জানিয়েছেন, দুই হাজার ৫৩ জন মারা গেছে এবং ৯ হাজার ২৪০ জন আহত হয়েছে। ভূমিকম্পে ১ হাজার ৩২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
হেরাতের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. দানিশ জানান, দুই শতাধিক মৃতদেহ বিভিন্ন হাসপাতালে আনা হয়েছিল। এদের বেশিরভাগই নারী ও শিশু।