1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

বাণিজ্যিক এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়লো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

অর্থ ও বানিজ্য ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটির সময় ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় সব তফসিলি ব্যাংক খোলা রাখার সময় বাড়াতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সময় সূচি অনুযায়ী, রাজধানীর মতিঝিল, দিলকুশা ও চট্টগ্রামের খাতুনগঞ্জ, আগ্রাবাদ এলাকায় আগামী ২৬ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে দেশের বিভিন্ন বন্দরের (সমুদ্র, স্থল, বিমান)  মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমে সুবিধা দেওয়ার জন্য এসব এলাকায়  অবস্থিত ব্যাংকের শাখা, বুথসমূহ স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস্ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা বহাল রয়েছে।

পাশাপাশি চট্টগ্রাম বন্দরে সৃষ্ট পণ্য জট নিরসনে আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের মাধ্যমে অধিকতর সুবিধা দেওয়ার লক্ষ্যে দেশের প্রধান দু’টি  বাণিজ্যিক এলাকা রাজধানীর মতিঝিল, দিলকুশা, ও চট্টগ্রামের খাতুনগঞ্জ,  আগ্রাবাদে অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের শাখার বিষয়ে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই সব এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

বাণিজ্যিক এলাকার ব্যাংক শাখার দৈনিক ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ইতোপূর্বে ১৬ এপ্রিল জারিকৃত সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে। প্রধান দু’টি  বাণিজ্যিক এলাকা ছাড়া দেশের অন্য এলাকায় সীমিত আকারে ব্যাংকগুলো খোলা থাকবে। এসব ব্যাংকের শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। পাশাপাশি করোনার কারণে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন করবে ওই এলাকায় সব ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!