শ্রীবরদী (শেরপুর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা পরিস্থিতিতে পড়ে ঘরে থাকা কৃষকের শ্রমিক সংকটের কারণে শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের নেতৃত্বে শ্রীবরদীতে কৃষকের ধান কেটে দিচ্ছেন কৃষক লীগ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোরজান এলাকার কৃষক আকতারুজ্জামানের ধান ক্ষেত কেটে দেন তারা।
এ সময় জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির জানান, করোনা ভাইরাসের কারণে কৃষকেরা এখন শ্রমিক সংকটে আছে। এ জন্য ক্ষেতে পাকা ধান কৃষকেরা ঘরে তুলতে পারছেনা। বিষয়টি নিয়ে জেলা কৃষক লীগ ও ইউনিয়ন কৃষকলীগসহ যুবলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটার কর্মসূচী হাতে নেই। এতে একাত্ততা প্রকাশ করেন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরাও। আমাদের কর্মসূচীর অংশ হিসেবে আজ এখানে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছি।
কৃষক আকতারুজ্জামান বলেন, আমি কয়েকদিন থেকে শ্রমিক সন্ধান করছি। কিন্তু কোথাও কোনো শ্রমিক পাইনি। একটু বৃষ্টি হলেই আমার ক্ষেত পানিতে ডুবে যাবে। এ বিষয়টা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরকে জানালে তিনি কৃষকলীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে আমার ধান ক্ষেত কেটে ধান ঘরে তুলে দেন। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান।
এতে অংশ গ্রহণ করেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লেবু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ ইউনিয়নের কৃষকলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।