1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৯

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ঢাকা: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া একই সময়ে নতুন করে আরও ৩০৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। যার মাধ‌্যমে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে।

শনিবার (২৫ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ‌্য জানান স্বাস্থ‌্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ‌্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ৪২২ জনের। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৩৭ জনের। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে তিনজনের বাসা ঢাকার, ছয়জন ঢাকার বাইরের। নিহতের মধ্যে সাতজনের বয়স ৭০ বছরের উপরে, ৬০ বছরের উপরে একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন।

তিনি জানান, এখন পর্যন্ত ৬০টি জেলার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে বরিশালের ভোলা ও রাজশাহীর নাটোর এ তালিকায় যুক্ত হয়েছে। এখন পর্যন্ত চারটি জেলা বাদ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com