1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে বিনাধান-২৫ এর জাত পরিচিতি ও চাষাবাদ পদ্ধতি নিয়ে কৃষক প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ ফলনশীল বোরোধান, বিনাধান-২৫ এর জাত পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী এ তিন উপজেলা মিলে ৫০ জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে মুঠোফোনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে মুঠোফোনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিদ্দিকুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. শহীদুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক ড. সুকল্প দাস।

বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঝিনাইগাতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদ ও বিনা উপকেন্দ্রের খামার ব্যবস্থাপক কৃষিবিদ শফিকুজ্জামান। প্রশিক্ষণ সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আহমেদ।

প্রশিক্ষণে জানানো হয়, বিনা উদ্ভাবিত চিকন ও সুস¦াদু বোরোধান বিনাধান-২৫ প্রতি একরে ৭০ মণ করে ফলন দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com