1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

নীলফামারীতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারী ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে এক হাজার ৯৪৭ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) নীলফামারী র‌্যাব-১৩, সিপিসি-২ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
আটককৃতরা হলেন- ডালিয়া ক্লোজার পাড়া এলাকার ইনতাজ আলীর ছেলে মোঃ হুমায়ুন কবির (৩৪), ডালিয়া আদর্শ পাড়া এলাকার মৃত. বাবুল হোসেনের ছেলে মোঃ সৈয়দ আলী (৩৫) ও রংপুরের মিঠাপুকুর থানার হেলেঞ্চা গ্রামের সবু মিয়ার স্ত্রী মোছাঃ শরিফা (৪০)।
অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ শনিবার দিবাগত রাতে নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ গামী পাকা রাস্তা থেকে এক হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ দুজন ও গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রংপুরের মিঠাপুকুরের হেলেঞ্চা গ্রামের শরিফার বাড়ি থেকে ৬২২বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের নামে মাদক মামলা রুজু করে সংস্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
প্রেস ব্রিফিংয়ে নীলফামারী র‌্যাব-১৩, সিপিসি-২ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com