1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

নীলফামারীতে সাংবাদিককে হত্যার হুমকী, সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব গোলমুন্ডা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছেলে এমদাদুল হক সাংবাদিককে বিভিন্ন হুমকী ধামকী জোরপূর্বক জমি লিখে নেওয়া ও হত্যার চেষ্টা করেন সন্ত্রাসী বাহিনী।
এমদাদুল হক সঠিক বিচারের দাবীতে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি অফিসে সংবাদ সম্মেলন করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি একজন সাংবাদিক তিস্তা টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জলঢাকা উপজেলার সভাপতি। আমি সুনামের সহিত দীর্ঘদিন যাবত পেশাগত দায়িত্ব পালন করে আসছি। নেকবক্ত তেতুলতলার আব্দুস সোবাহানের ছেলে সন্ত্রাসী তহিদুল ইসলাম জলঢাকা শহরে আমার ৬ শতক জমি রয়েছে, সেটি লিখে নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে মানসিক চাপ ও হুমকী দেন। আমি পেশাগত দায়িত্ব পালনকালে গত ১০ জানুয়ারী বিকেল ৩ টার সময় সন্ত্রাসী তহিদুল ইসলাম ও তার সাথে থাকা ১০-১৫ জন সন্ত্রাসী আমাকে রাস্তায় আটক করে জোরপূর্বক ৩টি ফাঁকা স্ট্যাম্পে ও ০৩টি ব্যাংকের চেকে স্বাক্ষর নেন। তারা বলেন, জমি লিখে না দিলে তোকে বিভিন্ন মামলায় জরিয়ে হয়রানি করবো। আমি ৩১ জানুয়ারী কোর্টে মামলা করি। মামলা নং-২১/২০২৪। মামলা করার পর থেকে আসামীগণ অপরিচিত নম্বর থেকে আমাকে বিভিন্ন হুমকী দিচ্ছেন। আমি এখন পরিবার পরিজন নিয়ে ও পেশাগত কাজ করতে নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে আমি সন্ত্রাসী তহিদুল ইসলামের ভয়ে জলঢাকায় প্রবেশ করতে পারছি না। আমি স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি এখন প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবী করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com