1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

নালিতাবাড়ী উপজেলা নির্বাচন : মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন তিন প্রার্থী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই জমে ওঠেছে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা। ৪ মে থেকে পর্যায়ক্রমে চার ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। কেউ পোস্টার সাঁটাচ্ছেন, কেউ দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছেন আবার কেউ বা আড্ডা-আলোচনাসহ নানা পরিবেশে প্রচারণা দিয়ে যাচ্ছেন। কেউ আবার নিজের প্রেফাইলে ভোটারদের সহযোগিতা চেয়ে জানান দিচ্ছেন। এসব প্রচারণা থেকে পিছিয়ে নেই নারী প্রার্থীরাও।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতিমধ্যেই তিন জন তাদের প্রার্থীতার জানান দিয়েছেন। এরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি আশুরা বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য ও নারী ইউপি সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নোহেলিকা দিব্রা এবং সাবেক এনজিও কর্মী ও আদিবাসী নেত্রী ক্লডিয়া নকরেক কেয়া।

বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম গত পাঁচ বছরে তার কর্মযজ্ঞ দিয়ে ভোটারদের কাঙ্খিত মন জয় করতে অনেকটাই পারেননি। অবশ্য এরপরও তার অবস্থান ফেলে দেওয়ার মতো নয়।

ক্লডিয়া নকরেক কেয়া একজন শিক্ষিত, স্মার্ট ও সুবক্তা হলেও রয়েছে রাজনৈতিক বিতর্ক। তার বাবা দীর্ঘদিনের ট্রাইবাল চেয়ারম্যান হিসেবে খ্যাতির পাশাপাশি ট্রাইবাল নির্বাচনকে ঘিরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর মাঝে দ্বিধা-বিভক্তিও রয়েছে। ফলে উপজেলা নির্বাচনে ওই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। এর আগে গেল জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের (ঝিনাইগাতি-নালিতাবাড়ী-নকলা) সংরক্ষিত নারী সদস্য হিসেবে অংশ নেন ক্লডিয়া নকরেক কেয়া। তবে একই এড়িয়ায় একই পদে দুইজন ক্ষু নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী থাকায় উভয়েই সম্মানজনক ভোট পেলেও অকৃতকার্জ হন।

অন্যদিকে সাবেক জেলা পরিষদ সদস্য ও নারী ইউপি সদস্য এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নোহেলিকা দিব্রার প্রতি রয়েছে ভোটারদের অনুকম্পা। একজন সহায়-সম্বলহীন বিধবা ও এতিম নারী হিসেবে অনেকেই চাঁদা তুলে তার সপক্ষে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যদিও গেল জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়াডের্র সংরক্ষিত নারী সদস্য হিসেবে (ঝিনাইগাতি-নালিতাবাড়ী-নকলা) অংশ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন।

ক্লডিয়া নকরেক কেয়া জানান, মানুষকে নিয়েই আমি সবসময় কাজ করি। আমি নির্বাচিত হতে পারলে আরও বেশি কাজের সুযোগ পাব। আমি বিশ্বাস করি, ভোটাররা আমাকে সমর্থন করবেন, আমি বিজয়ী হব।

নোহেলিকা দিব্রা জানান, আমার স্বামী মারা গেছেন, কিছুদিন আগে বাবও মারা গেছেন। বর্তমানে এতিম সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। আপনজন বলতে সাধারণ মানুষই আমার আপন। তারাই আমার স্বজন। আমি বিশ্বাস করি, মানুষ ভালোবেসে আমাকে বিজয়ী করবে। আর আমি বিজয়ী হলেও মানুষের ভালোবাসা নিয়ে সবসময় তাদের পাশেই থাকব।

আশুরা বেগম জানান, উপজেলা পরিষদের যে বরাদ্দ ও সুযোগ-সুবিধা তা দিয়ে আমি কেন, কেউই মানুষের মন রক্ষা করতে পারবেন না। এরপরও আমি চেষ্টা করেছি সরকারী সেবা পুরোপুরি দিতে। সবধরণের ভাতা থেকে শুরু করে হুইল চেয়ার বিতরণ এমনকি নিজের রক্ত পর্যন্ত দান করেছি। নিজের কাজ ফেলে রেখে মানুষের কাজ করেছি। তাই আমি বিশ্বাস করি, ভোটাররা আবারও আমাকে বিজয়ী করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com