বান্দরবান : চাঁদা দাবির প্রেক্ষিতে দুইদিন ধরে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রুমা-থানচি রুটে কোন বাস স্টেশন থেকে ছাড়ছে না। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। নিরুপায় হয়ে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে নিজ গন্তব্য দিকে ছুঁটে যাচ্ছেন। ওই রুটে বাস চলাচলের বন্ধ বিষয়টি নিশ্চিত করেছেন রুমা-থানচি-রোয়াংছড়ি মালিক সমিতির অফিস সহকারী মিলন দাশ।
মিলন দাশ জানান, গত ১৫ দিন আগে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন অজ্ঞাত নম্বর থেকে থানচি-বান্দরবান সড়কে চলাচল করা বাসগুলোর জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে যাত্রীসহ বাস পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে, এই ভয়ে গতকাল মঙ্গলবার থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রাখে চালকরা।
থানচি লাইনম্যান মংচিংনু মারমা বলেন, গতকাল থেকে থানচি স্টেশন থেকে কোন যাত্রীবাহি বাস ছাড়েনি। আমি এখানে চাকুরি করি, বাস মালিক সমিতি পক্ষ থেকে যেহেতু থানচি সড়কে বাস চলাচল বন্ধ রাখতে বলেছে, তাই কোন বাস স্টেশন থেকে ছাড়ছে না।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাস মালিকদের সঙ্গে কথা বলেছিলাম। প্রয়োজনে পুলিশ স্কট দেওয়া হবে। তবুও তারা ভয়ে গাড়ি ছাড়ছে না।
এদিকে বান্দরবান সদর হইতে থানচি সড়কে অন্যান্য বাস সার্ভিসগুলি জীপ, ট্রাক ও মটরসাইকেল অনায়াসে চলাচল করতে দেখা গেছে।