মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে জামিয়া রোকাইয়াহ বালিকা মাদরাসার ১০০ হত-দরিদ্র শিক্ষার্থী জেলা প্রশাসকের পক্ষথেকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া পৌঁছে দিয়েছে এ শীতবস্ত্র।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নামাজ বাদ উক্ত মাদরাসায় এ শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া নিজে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এসময় সহকারি কমিশনার (ভুমি) মো. আশ্ররাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ক্ষুদ্র বণিক সমিতির সাবেক সভাপতি শামছুদ্দোহা বাচ্চু, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু রায়হানসহ স্থানীয় গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া ওই মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়াসহ অধ্যক্ষকে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করেন।
জানা গেছে,বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর অর্ন্তভুক্ত এই মাদরাসায় ৪ শতাধিক মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করছে। এদের মধ্যে ২০ জন এতিমও রয়েছেন বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।