1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

শেরপুর বাংলা ইশারা ভাষা দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুর জেলায় “বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৭ ফেব্রুয়ারি বুধবার দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। পরে র‌্যালীটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয় তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাব সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় তিনি বলেন, “ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ”। তিনি সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মাঝে শেরপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, বিটিভির জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য্য, বাকপ্রতিবন্ধী ও তৃপ্তি টেইলার্স এর স্বত্বাধিকারী নন্দ পাল প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com