1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুর : শেরপুর সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও ৫ জন আহত হয়েছে।

গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুর-জামালপুর সেতুর টোল বক্সের সামনে ও রাতে শহরের তাতালপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে কলা ব্যবসায়ী আবদুল আজিজ (৩৬) ও শহরের চকবাজার মহল্লার এরশাদ আলীর ছেলে স্বর্ণ ব্যবসায়ী আমির হামজা আনন্দ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর টোল বক্সের সামনে পেছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক একটি মোটরসাইকেল চাপা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা আজিজ ও মোখলেস দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার।

অন্যদিকে একইদিন রাত সাড়ে ৯টার দিকে শহরের চকবাজার মহল্লার স্বর্ণ ব্যবসায়ী আমির হামজা আনন্দ দুই সঙ্গীসহ মোটরসাইকেলে ঝিনাইগাতী থেকে শেরপুরে ফিরছিলেন। পথিমধ্যে শহরের তাতালপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইগাতীগামী বেপরোয়া একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এসময় মুখোমুখি সংঘর্ষে সিএনজি’র সামনে থাকা একটি এসএস পাইপ মোটরসাইকেল চালক আনন্দের গলায় ঢুকে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাইপ কেটে তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা দুইজনসহ সিএনজিতে থাকা আরও দুইজন। পরে এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নতর চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকটিকে আটক করেছে এবং পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com